
নলছিটিতে গোলাম মোস্তফা খান মহিলা কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
অদ্য ৮ জানুয়ারি ২৪ খ্রিঃ মাওঃ গোলাম মোস্তফা খান মহিলা কলেজের ২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বচ্চ ফলাফলের ভৃত্তিতে চারজন ছাত্রীকে কলেজ প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষথেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। প্রথম মাসুমা আক্তারকে একটি ল্যাপটপ,দ্বিতীয় লায়লা আনজুমানকে নগদ পনের হাজার টাকা,তৃতীয় পিংকি কে নগদ দশ হাজার টাকা ও চতুর্থ ত্বন্নী আক্তারকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এভাবেই প্রতি বছর কৃর্তি শিক্ষার্থীদের জন্য উপহার থাকবে বলে পরিবারে সদস্যরা জানান। এসময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সভাপতি মাওঃ গোলাম মোস্তফা খ্নের জামাতা মোহাম্মদ আশরাফ আলী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ গোলাম মোস্তফা খানের মেয়ে মোসাঃ খাদিজা পারভীন, আরও উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সদস্য মোঃ আঃ রাজ্জাক সরদার,আকলিমা বেগম, রোক্সনা বেগম, সকল শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থরা।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম সরদার।










