
আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় সংবর্ধনা, দাখিল পরিক্ষার্থীর বিদায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় ৪র্থ বার নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুন এর সংবর্ধনা, দাখিল ও এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
আজ ৩রা জানুয়ারি সকাল ১১:০০ ঘটিকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৪র্থ বারের নির্বাচিত চুয়াডাঙ্গার সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা রানী দাস, আলমডাঙ্গা থানার ওসি আব্দুল গনি, এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মুজিবুল হক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের আলমডাঙ্গা শাখার সভাপতি মোঃ আবু মুসা।
উক্ত অনুষ্ঠানে সকাল সাড়ে ১০ টায় সোলায়মান হক জোয়ার্দার এর উপস্থিতি হন। এসময় মাদ্রাসার ছাত্ররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলে তিনি তার সহকর্মী দের নিয়ে জাতীয় পতাকা উত্তলন করেন, জাতীয় পতাকা উত্তলন শেষে উক্ত প্রতিষ্ঠানের ছাত্ররা কুচকাওয়াজ প্রদর্শন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মুল্যবান বক্তব্য রাখেন সোলায়মান হক জোয়ার্দার সেলুন। এসময় তিনি শিক্ষাথীদের উদ্দেশ্য করে বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড। তোমরায় পারো এই দেশের মুখ উজ্জ্বল করতে, তোমরায় পারো এই দেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে। এছাড়াও তিনি অবিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা অবিভাবক হিসাবে খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা যেন নিয়মিত স্কুলে আসে, আপনাদের সন্তানরা যেন অবৈদ কোনো কাজে জড়িয়ে না পড়ে।
এছাড়াও তিনি উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যকরে বলেন, আপনারা শিক্ষার্থীদের শিক্ষাদেনে কোনো ত্রুটি রাখবেন না। অবশ্যয় খেয়াল রাখবেন কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকছে কিনা এবং কেন অনুপস্থিত থাকছে সেই দিকে খেয়াল রাখবেন।
এছাড়াও তিনি উক্ত প্রতিষ্ঠান এর সার্বিক কল্যান কামনা করেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার স্নিগ্ধা রানী দাস, ইয়াকুব আলী মাস্টার, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, মুজাহিদুর রহমান। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমিনুল ইসলাম। উক্ত এই অনুষ্ঠানের সভাপতি আবু মুসার সমাপনী বক্তব্যের মাধমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর অধক্ষ মো সিরাজুল ইসলাম।










