
আজকের শিশু-কিশোররাই আগামী দিনের নাগরিক। কোমলমতি শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠার সুযোগ তৈরির জন্য ইসলামী সংস্কৃতির প্রতি তাদের আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে থাকে। উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার মাধ্যমে স্কুল, মাদ্রাসাসহ সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদে সকাল ৯ঃ০০ ঘটিকায় সারাদিন ব্যাপি আলমডাঙ্গা উপজেলার সমস্ত স্কুল মাদ্রাসার আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ৭ টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্বিরআত, আযান, উপস্থিত বক্তৃতা, হামদ ও নাত, রচনা, কবিতা আবৃত্তি, ইসলামী জ্ঞান ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রতিযোগীতার সুযোগ পায়। উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।










