
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় হারবাং ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের ভান্ডারি ডেপা এলাকায় ০১/১১/০২৪ তারিখ রাতে জামালের নির্মাণাধীন ভবনের মালামাল চোরির ঘটনা ঘটে ।মালামাল চোরির ঘটনার পরের দিন এলাকা বাসির সহযোগীতায় চোর ধরা পড়ে।পরবতী সময়ে গাড়ির চালক এর শিকার উক্তি অনুসারে লোহাগাড়া থেকে প্রশাসনের সহযোগীতায় মামলা উদ্ধার করে ও চোর কে জেল হেফাজতের পেরন করে পুলিশ প্রশাসন ।ঘটনার দুই দিন পরে এসে চোরের গডফাদার কিছু মিথ্যা নিউজ করে চোর কে মারধরের অভিযোগ উঠেছে বলে চোরের বউ কে দিয়ে একটা মামলা
করে মিরান প্রকাশ (ফানিচার মিরান ) উত্তর হারবাং উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সকারী শিক্ষক সহ আরো ৫ জনের বিরুদ্ধে ।গত কয়েক বছর ধরে হারবাং এর স্থানীয় প্রশাসন কে জিম্মী করে ফানিচার মিরান হারবাং ইউনিয়নে ত্রাসের রাজত্ব তৈরি করে ।সাধারন মানুষ ফানিচার মিরান এর হাতে জিম্মী হয়ে পড়ে ,এলাকায় গরু চোরি ডাকাতি,রেল লাইনের মামলা চোরি ,ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন চাঁদাবাজি করে এই ফানিচার মিরান ।সাধারণ মানুষ বলে রাতের আধারে বন বিটের কর্মকতার নাম ব্যবহার করে গাছের গাড়ি থেকে চাঁদাবাজি করে ।তার হাত ধরে বনবিভাগের গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র ।তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলা আসামি হয় প্রধান শিক্ষক বেলাল আহমদ সহ আরো ৬ জন।ফানিচার মিরানের ক্ষমতায় কোন তদন্ত ছাড়া ২৪ মামলা রুজু করে সাধারন মানুষকে ।যারা চোরের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি খুলে বিভিন্ন মামলা হামলার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে সাধারন মানুষ বলে।
এই গরু চোরের গডফাদার ফানিচার মিরানের হাত সাধারণ মানুষ জন্য প্রশাসনে সহযোগীতা চেয়ে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকার সাধারণ মানুষ,ছাত্রছাত্রীদের মানব বন্ধন করে
সাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।










