দেশে ইসলাম ও মুসলমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে বললেন পীর সাহেব চরমোনাই ৷
Spread the love

দেশে ইসলাম ও মুসলমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে বললেন পীর সাহেব চরমোনাই ৷

 

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই),

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

রবিবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই অবৈধ সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার এই অপপ্রয়াস এদেশে সফল হবে না ইনশাআল্লাহ। তাই নীতি ও আদর্শের উপর অটল থেকে বাংলাদেশ ও তার কৃষ্টি কালচার রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, বিদেশী শক্তির ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু এদেশের সচেতন জনগন তা হতে দেবে না। আদর্শবান যুবকরা এদেশের সম্পদ। যুব সমাজকে এদেশ রক্ষায় গুরু দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভোটবিহীন অবৈধ সরকার জগদ্দল পাথরের মত ক্ষমতার মসনদে বসে আছে। এই সরকার জাতির অভিশাপে পরিনত হয়েছে। আলেম ওলামাদের সাথে বেআদবি, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সুকৌশলে ট্রান্সজেন্ডারসহ বিভিন্ন অসুস্থ সংস্কৃতি এদেশে আমদানি করে তারা নিজেদের ধ্বংসের পথ পরিস্কার করেছে।

তিনি আরো বলেন, রাত যত অন্ধকার হয়, সকাল ততো নিকটবর্তী হয়। সুতরাং ভয় নয় বরং বুদ্ধিমত্তার সাথে বাতিল সরকারের মোকাবেলা করতে হবে। এদেশের ইতিহাস থেকে এই আওয়ামী সরকারের নাম নিশানা মুছে যাবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি দায়িত্বশীলকে একজন দাঈ ইলাল্লাহ হতে হবে। চলনবলনে প্রিয় নবিজীর আদর্শ প্রচার করতে হবে। দায়িত্বশীলদেরকে ইসলামের মূলনীতি অনুসরণ করতে হবে। তাহলে আপনারাই হবেন এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সফলতার রূপকার।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, যুবসমাজে ইসলামের আদর্শ প্রচারের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। সকল শ্রেনী পেশার যুবকদেরকে ইসলামের আদর্শের ছোঁয়ায় এনে প্রকৃত দেশপ্রেমী মানুষ হিসেবে গড়ে তোলাই ইসলামী যুব আন্দোলনের মিশন। দেশের স্বার্থে যেকোনো ঝুঁকি নিতে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা পিছপা হবে না। সুতরাং পার সাহেব চরমোনাইর নেতৃত্বে এই ডামি সরকারের ইসলাম ও দেশবিরোধী কার্যকলাপ শক্ত হাতে রুখে দেবে ইনশাআল্লাহ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31