
সিরাজগঞ্জের শাহজাদপুরে ড. মযহারুল ইসলাম স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জননেতা চয়ন ইসলাম।
রবিন আকন্দ আয়োজনে আজ শনিবার সন্ধ্যা সাতটার সময় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ ভাঙ্গনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে তারমধ্যে উল্লেখ্য যে চারটি দল এর খেলা অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতি বনাম তনু ব্যাডমিন্টু ক্লাব
প্রত্যাশা কম্পিউটার বনাম নুকালি কিংস
উল্লাপাড়া দুই বনাম উল্লাপাড়া তিন
ইয়াং স্টার বনাম তারা স্টোর।
এ সময় উপস্থিত ছিলেন সপ্ত বর্ণ মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং শাহজাদপুর প্রিন্ট ও ইলেকট্রনিক্স সকল সংবাদকর্মী।
ভিউ: ৩২৭










