
বর্ণিল আয়োজনের মাধ্যমে শেষ হলো ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ ঢাকার ধামরাই উপজেলার বহুল আলোচিত ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯৯ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পর পর ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ, এছাড়াও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, বাইসাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সদস্য সহ শিক্ষকদ শিক্ষিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন, এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা দৃষ্টি ভঙ্গিতে নেচে গেয়ে আনন্দ উর্যাপন করেন৷
ভিউ: ৩০২










