
খুলনা-৬ এর নবনির্বাচিত এমপি রশীদুজ্জামান এর সাথে মতবিনিময়
খুলনার পাইকগাছায় (খুলনা-৬,) আসনের নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামান এর সাথে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ এর নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামান।
সভার শুরুতে নবনির্বাচিত এমপি মোঃ রশীদুজ্জামান’কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাবউদ্দীন ফিরোজ বুলু, ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।
আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কওসার আলী জোয়ার্দার, মোঃ মান্নান গাজী, আব্দুস সালাম কেরু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।










