
কনকনি শীতে ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
গত কয়েকদিন ধরে সূর্যের লুকোচুরি খেলায় দুপুরের পর দেখা মিলছে রোদ্রের ।সেইসাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা এ অঞ্চল। তীব্র শীতে থমকে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রেললাইনের ধারে আশ্রয়হীন খেটে খাওয়া মানুষেরা।শীতল হাওয়ায় শীত আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে অনেককেই ।
শীতের দিনের উষ্ণতার জন্য বাসা বাড়িতে দেখা যায় গরম বস্ত্রের আধিক্য আর দরিদ্র সমাজের ভরসা শুধুই আগুন। এটায় হলো সমাজের নিষ্ঠুরতা।গতবারের তুলনা এবার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সীতার্থ মানুষের পাশে দাঁড়াতে এখন পর্যন্ত দেখা যায়নি।
মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে পশুপাখি। শীতের কারণে আলমডাঙ্গায় সারাদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।দিনের বেলায় বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবারে চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল সারাদেশের মধ্যে সর্বনিম্ন। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়ায়, শীতের সময় শীত বেশি এবং গরমের সময়ও গরম বেশি হয়ে থাকে।










