গাজীপুরের ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
Spread the love

গাজীপুরের ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মো: সোহেল রানা, গাজীপুর

গাজীপুর: জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী হয়েছেন, গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক (নৌকা), গাজীপুর-২ মো: জাহিদ আহসান রাসেল (নৌকা), গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি (নৌকা), গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি (নৌকা), গাজীপুর-৫ আসনে আক্তারউজ্জামান (স্বতন্ত্র-ট্রাক)।
গাজীপুর-১ আসনের বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক নৌকা নৌকা প্রতীক নিয়ে মোট কেন্দ্র ২৩৭টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাহার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক মার্কায় পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আ ক ম মোজাম্মেল হক ১৬ হাজার ৪৩০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।
গাজীপুর-২ আসনের বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের মো: জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক নিয়ে মোট ২৭২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েরেছন ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো: জাহিদ আহসান রাসেল ২০ হাজার ৩৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩৭ ভাগ।
গাজীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের রুমানা আলী (টুসি) নৌকা প্রতীক নিয়ে মোট ১৮০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েরেছন ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রুমানা আলী টুসি ২৪ হাজার ৫২২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৪৭ ভাগ।
গাজীপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি নৌকা প্রতীক নিয়ে মোট ১২২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েরেছন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো: জাহিদ আহসান রাসেল ৪৫ হাজার ৬৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯৭ ভাগ।
গাজীপুর-৫ আসনের বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। তিনি ট্রাক প্রতীক নিয়ে মোট ১২৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পেয়েরেছন ৮২ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আখতারউজ্জামান ১২ হাজার ২৪৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ভোট পড়েছে ৪৭ দশমিক ৬৯ ভাগ।
জেলা রিটার্নিং অফিস সুত্রে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31