
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের আবারো চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামীলিগের মনোনীত প্রার্থী সোলায়মানহক জোয়ার্দ্দার (সেলুন)।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসন থেকে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছিলেন। বাংলাদেশ আওয়ামীলিগ থেকে নৌকা প্রতিক নিয়ে সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে মোঃ সোহরাব হোসেন এডভোকেট, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে আম প্রতিক নিয়ে মোঃ ইদ্রীস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নিয়ে দিলীপ কুমার আগারওয়ালা, স্বতন্ত্র প্রার্থী ফ্রিজ প্রতীক নিয়ে এম.এ রাজ্জাক খান রাজ, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে এম শহিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে মোট ১৮১ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে। যেখানে প্রায় ৪৯% ভোট পোল হয়েছে। চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪,৮৩,৯৮০। মোট ভোট পোল হয়েছে ২,৩৫,৮১৭ টি। যেখানে সর্বচ্চ ৯৬,২৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে নৌকা প্রতিকের সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে দিলীপ কুমার আগারওয়ালা ভোট পেয়েছে ৭২,৭৬৮। আরেকজন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রিজ প্রতীকের এম.এ রাজ্জাক খান ভোট পেয়েছে ৫৯,১৮০। পাশাপাশি ট্রাক মার্কা পেয়েছে ৯৫৮ টি ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে ৫৭১ ভোট, আম প্রতীক পেয়েছে ৫৪০ ভোট। জয়ী হওয়ার পরপরই আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার বেশ কিছু যায়গাই তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেছে নৌকা মার্কার কর্মী সমর্থকেরা।










