
F.V.S ফোরাম কর্তৃক গরীব-মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান
সুনামগঞ্জে দোয়ারায় F.V.S ফোরাম কর্তৃক গরীব-মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বুধবার (৩ জানুয়ারী) উপজেলার ঊষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংগঠন কর্তৃক আর্থিক অনুদান ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।
পান্ডারগাঁও ইউপির ৬ নং ওয়ার্ডে পঞ্চগ্রাম সামাজিক ফোরামের (F.V.S ফোরাম)অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় গরীব-মেধাবী শিক্ষার্থীরদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ২০২৪ সালের ক্যালেন্ডার বিতরণ হয়েছে।এসময় সভাপতিত্ব করেন F.V.S ফোরামে সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (গ্রীস প্রবাসী),পরিচালনা করেন নলুয়া গ্রামের মাও. আখতার হুসাইন আতিক, উপস্থিত বক্তব্য রাখেন ঊষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জামান, ইতালি প্রবাসী ইকবাল হোসাইন,পঞ্চগ্রামের প্রতিনিধি মোঃ মাহমুদ আলী, ক্বারী হাবিবুর রহমান,হোসাইন আহমদ, মাওলানা জিয়াউর রহমান,মোঃ এখলাছ মিয়া,জহিরুল ইসলাম, ছয়দুর রহমান।
ফোরামের পক্ষ থেকে ১০০০/- টাকা পরিমাণে প্রায় ৮০ জন গরীব-মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।এবং আনুষ্ঠানিক ভাবে এফবিএস ফোরামের প্রকাশিত ২০২৪ সালের বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন – ডা. আমীর উদ্দিন, আরিজ আলী,মুছন আলী,জামাল উদ্দিন,আব্দুল গফুর-সহ স্কুলের শিক্ষক/শিক্ষিকা,অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।










