ভালুকা মডেল থানার অভিযানে বিএনপি দুই নেতা আটক
Spread the love

ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ গ্রেফতার ০২ জন ।

ভালুকা থানাধীন মল্লিকবাড়ী ইউনিয়নের আখালিয়া হাজির বাজার সাকিনস্থ ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের ময়মনসিংহগামী লেনে জনৈক বারেক মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর রাজনৈতিক দল কর্তৃক ডাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোল বোমা বিষ্ফোরন ঘটাইয়া গাড়ীতে অগ্নি সংযোগ করতঃ জনমনে আতংক সৃষ্টি করায় ভালুকা মডেল থানার মামলা নং-২৮, তারিখ-২৭/১১/২০২৩ ইং, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০৩) এর ৩/৪; ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড ঢাকা টু ময়মনসিংহগামী মহাসড়কের জনৈক হারুন এর কাঠের মিলের সামনে পাকা রাস্তায় দেশীয় তৈরী মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং ককটেল বোমা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন এবং পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-৩০/১০/২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৬ ধারা তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/ ৩৩২/৩৫৩/৪২৭/১০৯ পেনাল কোড-১৮৬০; এবং ভালুকা থানাধীন ০৭নং মল্লিকবাড়ী ইউপি’র ভান্ডাব সাকিনস্থ জনৈক ছলিম উদ্দিন মাষ্টারের বাড়ীর সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর দেশীয় তৈরি মারাত্নক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করার উদ্দেশ্যে সমবেত হইয়া রাস্তায় চলাচলরত যানবাহনের গতিরোধ এবং পেট্রোল মোবা বিস্ফোরন ঘটাইয়া জনমনে আতংক সৃষ্টি, গাড়ী ভাংচুর করিয়া ক্ষতিসাধন, পুলিশের সরকারী কাজে বাধাদান সহ পুলিশকে আহত করার অপরাধে দায়েরকৃত ভালুকা মডেল থানার মামলা নং-১২, তারিখ-১৫/১১/২০২৩ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩/৪ ধারা তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৩২/ ৩৫৩/ ৪২৭/১০৯ পেনাল কোড-১৮৬০; এর পলাতক আসামী গ্রেফাতারের নিমিত্তে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) আমিনুল ইসলাম, এসআই(নিঃ) মাহবুব অর রশিদ, এসআই(নিঃ) মোঃ ফজিকুল ইসলাম, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৯ ডিসেম্বর ২০২৩ ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা হতে ঘটনায় জড়িত একাধিক মামলার আসামী ১। রকিবুল হাসান @ রাসেল (৪৭), পিতা- মৃত আঃ আউয়াল খান, মাতা- খালেদা বেগম, সাং- ধলিয়া মধ্যপাড়া, বর্তমান সাং- ০৩ নং ওয়ার্ড ভালুকা পৌরসভা (কলেজ পাড়া), ২। মোঃ খোরশেদ আলম খান @ উজ্জল (৪৫), পিতা- মোঃ আফাজ উদ্দিন খান, মাতা- মৃত খোরশেদা খাতুন, সাং- বান্দিয়া (মাঝের বাড়ী), উভয় থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহদ্বয়েক গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী ১। রকিবুল হাসান @ রাসেল (৪৭), ২। মোঃ খোরশেদ আলম খান @ উজ্জল (৪৫) দ্বয়েক জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31