
দিন যতই ঘনিয়ে আসছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, গাজীপুর ১ আসনের নির্বাচন ,ততই প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠছে।
নির্বাচন প্রচার প্রচারণার অংশ হিসাবে, গাজীপুর ১ আসনের নৌকার প্রার্থী, আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলার, শ্রীফলতলী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সানাইদার পাড়া গ্রামে, মেম্বার, চেয়ারম্যান ও নেতাকর্মীদের নিয়ে এক নির্বাচনী জনসভায় যোগদান করেন।
নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে, উৎসব মুখর পরিবেশে, জনসভা অনুষ্ঠিত হয়।নেতৃবৃন্দ, নিজ নিজ অবস্থান থেকে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।অত্র এলাকার আওয়ামী লীগ নেতা মো: ফরহাদ হোসেন জনসভা সঞ্চালনা করেন।সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, নৌকা প্রার্থীর কর্মী মো: সুলতান আহম্মেদ এস এফ টিভি র প্রতিবেদক কে জানান,,,,,এলাকাবাসির পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ব্যাক্ত করা হলে। নৌকার প্রার্থী বলেন, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন।আমি আপনাদের সমস্যা সমাধান করে দিবো ইনশা আল্লাহ। উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সভায় যোগদান করেন।










