
প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে- ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ’র চা-চক্র ও শুভেচ্ছা বিনিময়
আগমী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব পাইকগাছা এ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেছেন আমি পাইকগাছা-কয়রার মানুষের সেবক হতে চায়।
আমি প্রতিহিংসার রাজনীতি বুঝিনা পাইকগাছা-কয়রাকে ঢেলে সাজানোই আমার মূল লক্ষ্য। তিনি খুলনা -০৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টাশ পাইকগাছায় অবস্থিত তাহার নির্বাচনী কার্যলয়ে সাংবাদিকের সাথে চা চক্রে এধরনের মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, আমি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবো না, এলাকার সামগ্রিক উন্নয়নসহ সুন্দরবন জেলা বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, গাজী মোঃ আব্দুল আলীম, সদস্য মোঃ আজিজুল ইসলাম, রাজু আহমেদ, এম সম্রাট, আওছাফুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিএনএম এর উপজেলা সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, এ্যাডভোকেট মনজুরুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুস সাত্তার সহ দলীয় নেতাকর্মী সমর্থকরা বৃন্দ।










