
বরিশালে প্রতিমন্ত্রী’র সহধর্মীনীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বরিশাল সদর আসনে নৌকার পদ প্রার্থী অব: কর্ণেল জাহিদ ফারুক শামীম এমপি’র সহধর্মীনী লায়লা শামীম আরা’র রুহের মাগফিরাতের কামনায় আজ সোমবার বাদ আসর মুসলিম গোরস্থান ঈদগাহ্ ময়দানে পারিবারের পক্ষ থেকে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।
দীর্ঘদিন অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট এ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
লায়লা শামীম আরার রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ,বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এ্যাডভোকেট আনিস উদ্দীন শহিদ, মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, যুবলীগ নেতা নিজামুল ইসলাম নিজাম, মাহমুদুল হাসান খান মামুন, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব,অসীম দেওয়ানসহ বিভিন্ননেতৃবৃন্দ।
উল্লেক্ষ্য মিসেস লায়লা শামীম আরার মরদেহ শুক্রবার বিকেলে ভারত থেকে বাংলাদেশ এসে পৌঁছায় ।গত শনিবার বাদ জোহর ঢাকার বারিধারা ডিওএইচএস জামে মসজিদে মাইয়েতের নামাজে জানাযা শেষে বনানী কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় । তার অকাল মৃত্যূতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক এবং দু:খ প্রকাশ করেন পাশাপাশি মাইয়েতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।










