
ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়না সইতে না পেরে এক যুবকের আত্মহত্যা
রোহান হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পরিবারের অভাবের তাড়না সইতে না পারায় রোমান ইসলাম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের একটি আমবাগান থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।
রোমান ইসলাম রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের সুলতান আলমের ছেলে। পুলিশ জানিয়েছেন, তেমন কোনো কর্ম না থাকায় তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। আর এই হতাশাগ্রস্ত হওয়ায় অভাবের তাড়নায় রোমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোমানের বাবা সুলতান আলম অভিযোগ করে বলেন, আজ সকালে গ্রামের কয়েকজন কিশোর ব্যাডমিন্টন খেলার বৈদ্যুতিক তার চুরির অপবাদ দেয় রোমানকে। এমনকি চুরি যাওয়া তার বের না করে দিলে তাকে পিটিয়ে মেরে ফেলার হুমকিপর্যন্ত দেয়।আর এই অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।রুহিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, সরজমিনে এসে জানতে পারি, সামান্য তারের জন্য তাকে কেউ অপবাদ দেয়নি। রোমান বেকার থাকার কারণে হতাশাগ্রস্ত থেকে আত্মহত্যা করতে পারেন। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মূল কারণ জানা যাবে।










