
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়,গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে,বিজয় তোপধ্বনির মাধ্যমে কালিয়াকৈরের ঐতিহ্যবাহী গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শুরুতেই শহীদদের স্মরনে,
স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, কালিয়াকৈর থানা পুলিশ, উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ,কালিয়াকৈর বনিক বহুমুখী সমবায় সমিতি লি:এর নেতৃবৃন্দ, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব সহ রাজনৈতিক,শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ। পরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে কুচকাওয়াজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন।এছাড়াও নবনিযুক্ত কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. এফ.এম নাসিম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে বরণ করা হয় এবং চিকিৎসা সামগ্রীর প্যাকেজ উপহার দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তবর্গের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।উল্লেখ্য কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম বারের মতো সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
রাতে কন্ঠ শিল্পী ঝিলিক এবং ব্যান্ড দল দাগ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।










