
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ মেডিকেল ক্যাম্প।
আজ সারাদিন ব্যাপি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাজী মোড়ে অবস্থিত ডাঃ লিয়াকত টাওয়ারের ২য় ও ৩য় তলায় প্রতিষ্ঠিত আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্টে, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ লিয়াকত আলী এবং ম্যানেজিং ডিরেক্টর ডাঃ খালিদ মাহমুদের প্রচেষ্টায় আলমডাঙ্গাবাসীদের সু-চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ ডাক্তারদের সংমিশ্রণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে সেবা প্রদান করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সুনামধন্য এন্ডোসকপিক, ল্যাপারোস্কপিক ও কলোরেক্টাল সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম, কিডনী রোগ/ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান জনি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া। চর্ম, যৌন, সেক্স, এলার্জি রোগ বিশেষজ্ঞ ও ডার্মাটো সার্জন ডাঃ এ.এস.এম. সাইফুল্লা মোর্শেদ। নাক, কান, গলা, রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ খালিদ মাহমুদ। পাশাপাশি যে সমস্ত অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন, শিশু রোগ চিকিৎসায় অভিজ্ঞ ডাঃ লিয়াকত আলী, মেডিসিন ও শিশু বিষয়ে অভিজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন মুন, মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাঃ আসাদুল্লাহ আল গালিব, স্ত্রী ও প্রসূতি চিকিৎসায় অভিজ্ঞ ডাঃ মোছাঃ শামীমা নাসরিন, স্ত্রী ও প্রসূতি চিকিৎসক এবং জেনারেল ফিজিশিয়ান, ডাঃ নাফিসা আনজুম হিমু। ক্যাম্প উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারগণ মাত্র ১০০ টাকা রিজিস্ট্রেশন ফিস ও অভিজ্ঞ ডাক্তারগণ মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফিসে স্বাস্থ্য সেবা প্রাদান করেন। পাশাপাশি সকল পরীক্ষায় ছিল ৩৫% ছাড়, ডায়াবেটিস পরীক্ষা হয়েছে মাত্র ২০ টাকায়, আলট্রাসনোগ্রাফি হয়েছে মাত্র ১০০ টাকায়। মেডিকেল ক্যাম্পে আলমডাঙ্গা সহ পার্শবতী বেশ কয়েকটি অঞ্চলের কয়েক শো মানুষ উপস্থিত হয়ে সন্তুষ্টির সাথে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।










