
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে চারটি গরু চুরি হয়েছে।
কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের কড়ইতলী গ্রামের একটি বাড়ি থেকে শুক্রবার রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিক আব্দুর রহমান জানায়, রাতে তার দুইটি গাভিন গাভী, একটি বকনা ও একটি ষাড় গরু রেখে, রাত বারোটার দিকে ঘুমিয়ে পড়েন। গরু চুরের উৎপাত বেড়ে যাওয়ায়, রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে গোয়ালের গরু দেখতে গিয়ে দেখেন, তার গোয়ালে একটি গরুও নেই। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পার্শ্ববর্তী রাস্তাঘাট ও বন জংগল দিয়ে গরু খোঁজাখুজি করতে থাকে। ইতোমধ্যে চুরের দল গরু নিয়ে পালিয়ে গেছে। চুরি যাওয়া গরুর বর্ণনা দিতে গিয়ে গরুর মালিক আব্দুর রহমান জানায় তার দুইটি গাভিন গাভী গরু ছিল,তারমধ্যে একটির রং সাদা, অপরটির রং লাল এবং একটি কালো রঙের ফিজিয়ান বকনা ও একটি ষাঁড় গরু। এলাকার চারপাশের বিভিন্ন পয়েন্টে থাকা সিসি ক্যামেরা ও রাতে বাজার পাহারায় থাকা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, রাতে মাছের ট্রাকে করে অভিনব কায়দায় গরুগুলি চুরি করে চক্রটি পালিয়েছে। তারা মাছের গাড়ি মনে করায় গাড়ির নম্বর চিহ্নিত করা সম্ভব হয়নি। সি সি ক্যামেরাগুলো ভালোভাবে পর্যবেক্ষণের দাবী জানিয়েছেন, গরুগুলোর মালিক আব্দুর রহমান।এ ঘটনায় গরুর মালিক (আব্দুর রহমান) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।










