
আলমডাঙ্গায় মিষ্টি আলুর উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
আলমডাঙ্গা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ই ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
খাদেমুল বাসারের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবীদ বিভাস চন্দ্র সাহা, উপ-পরিচালক খামারবাড়ি চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবীদ কায়সার ইকবাল, অতিরিক্ত উপ পরিচালক উদ্ভিদ সংরক্ষণ। আরও উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান এবং আমজাদ হোসেন।
এসময় কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা কৃষকদের মিষ্টি আলু চাষের প্রক্রিয়া, আলু খাওয়ার উপকারিতা, চাষ পদ্ধতি ছাড়াও কৃষকদের ডিএপি, এমওপি, ইউরিয়া সারের গুনগত মান ও জমিতে প্রয়োগ করা, সারের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে আলমডাঙ্গা উপজেলা সমতল ভূমি হওয়ায় ৭৫% লোক কৃষি কাজের উপর নির্ভরশীল এবং কৃষি কাজের বিপুল সম্ভাবনাময় এলাকা এটি। এ উপজেলার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারলে নতুন নতুন ফসল চাষে আগ্রহী হবে বলে মনে করেন।










