
স্কলার মডেল স্কুলের আয়োজনে ১০১৫ জন মেধাবী শিক্ষার্থী নিয়ে, আজ অনুষ্ঠিত হলো, হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প ২০২৩ এর বৃত্তি পরীক্ষা।
চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মোট ১০১৫ জন পরীক্ষার্থী নিয়ে এবারের বৃত্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় প্রথম শিফটের পরীক্ষা এবং দুপুর ১২ঃ৩০ মিনিটে ২য় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শিফটে ১ম থেকে ৪র্থ শ্রেণির মোট ৪৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ২য় শিফটে ৫ম থেকে নবম শ্রেণির মোট ৫১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের পরীক্ষাটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম ডিজিটাল সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয়।
এই পরীক্ষাতে উপস্থিত ছিলেন, হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ দর্শনা সরকারি কলেজ, প্রফেসর ডঃ মুহাঃ আব্দুস শহীদ। প্রতিষ্ঠাতা, পরিচালক মোঃ আতিকুর রহমান শাহাবুল, সহকারী পরিচালক মীর রোকনুজ্জামান। কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন, স্কলার মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, সহকারী কেন্দ্র সচিব ছিলেন, স্কলার মডেল স্কুলের উপাধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম (মিলন)। উভয় শিফটের হল সুপারের দ্বায়িত্বে ছিলেন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মারুফুল ইসলাম। আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মোঃ বাছের আলী, হাট বোয়ালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ রেজাউল করিম, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ মাহমুদ। পর্যবেক্ষক এর দ্বায়িত্বে ছিলেন ডম্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল হক, মাজিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোমিতুল ইসলাম, হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান আল তারিক, হ্যালো টু বিডি সফটওয়ার কোম্পানির ডিরেক্টর মোঃ অহিদুর রহমান, হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম। কক্ষ পরিদর্শকের দ্বায়িত্বে ছিলেন, স্কলার মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত চৌকষ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়াও আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কালিদাসপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আশাদুল হক মিকা, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মিজানুর রহমান জমির, হারদী মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, আলমডাঙ্গা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও আলমডাঙ্গা একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাই, কুষ্টিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক রাজিব কুমার পাল , আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। মাজিজাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরামুল হক, জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আলমডাঙ্গা সরকারী কলেজের প্রভাষক মোঃ রাশেদুল মোমিন ও ফারুক হোসেন। আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহাকারী অধ্যাপক আব্দুর রহিম, জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান, হালসা আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এই পরীক্ষাই প্রশাসনিক দিক থেকে নিজে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা ও সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেন আলমডাঙ্গা থানার অন্তর্গত পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ আলমগীর হোসেন ও তার চৌকষ টিম। হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে জানা যাই, এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ২১ জানুয়ারি ২০২৪ ইং রোজ রবিবার সকাল ১১ঃ০০ ঘটিকার সময় স্কলার মডেল স্কুলের ওয়েবসাইট www.sms-edubd.com ও হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প এবং স্কলার মডেল স্কুলের অফিসিয়াল ফেইসবুক পেইজে।










