
আলমডাঙ্গার নূর মোহাম্মদ টিপুর একমাত্র কন্যা আফিয়া নূর এর ধান উড়ানো মেশিনের পাখাই কেটে আকর্শিক মৃত্যুর পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার মাগরিব নামাজ পর নূর মোহাম্মদ টিপুর নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিদাসপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম মাও: আকরাম হোসাইন,ডাউকি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জহুরুল ইসলাম, তানজিমুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ সজিবুর রহমান,ছত্রপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল মান্নান,সাবেক চেয়ারম্যান দারুস সালাম,সুতাইল মসজিদের ইমাম শাফায়েতুল ইসলাম হিরো, দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস শহিদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাংগা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তিসহ গ্রামের স্থানীয় লোকজন।
উল্লেখ্য গত বুধবার ২৯ শে নভেম্বর ২০২৩ তারিখে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কালিদাসপুর বিরিজ মোরে অবস্থিত আল আরাফাহ ক্লিনিকের মালিক নুর মোহাম্মদ টিপুর একটি মাত্র কন্যা। সে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটা দোকান থেকে বিস্কুট কিনে খেতে খেতে রাস্তায় হাটতেছিল। পক্ষান্তরে রাস্তারই পাশে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ছাইফেন মেশিনের সাথে পাখা ফ্যান লাগিয়ে ধান উড়াতে ছিল একই গ্রামের মৃত মুনছুর মন্তলের ছেলে আনসার আলী। মুহূর্তের ভিতরে কোন কিছু বুঝে উঠার আগেই পাখার বাতাশে শিশু কন্যাটিকে মেশিনের পাখার ভিতরে টেনে নেয়। মুহূর্তের ভেতর খুলি ও ঘার দ্বিখণ্ডিত হয়ে যায়।
স্থানীয় লোকজন লোকজন উদ্ধার করে আলমডাঙ্গা হাউসপুর হামিদ ডায়গনস্টিক সেন্টারে বাবুল এর ক্লিনিকে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়াই কুষ্টিয়া জেনারেল হসপিটালে রেফার করা হয়। কুষ্টিয়া জেনারেল হসপিটালে বিকাল ৩ঃ১০ মিনিটের সময় চিকিৎসকধীন অবস্থায় মারা যায়।










