
আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬টি আসনে ১২ টি মনোনয়ন পত্র জমা
আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা -৬ (কয়রা- পাইকগাছা) সংসদীয় আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার ও বৃহস্পতিবারে উপজেলা রিটানিং অফিসার দপ্তরে ৫ টি ও খুলনা অফিসে ৭ টি মনোনয়ন পত্র জমা পড়েছে বলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন পত্র দাখিল কারীরা হলনে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান,জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম মধু,স্বতন্ত্র এস এম রাজু,বিএনএম’এর এস এম নেওয়াজ মোরশেদ,জাকের পাটির শেখ মর্তুজা আল মামুন,স্বতন্ত্র মোঃ আবু সুফিয়ান,মির্জা গোলাম আজম, জি এম মাহবুবুল আলম,মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোঃ অহেদুজ্জামান মোড়ল, গাজী মোস্তফা কামাল, গাজী নাদির উদ্দীন খান।
ভিউ: ২৬২










