
মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবে না আওয়ামী লীগের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবে না।”
রোববার (২৬ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ভিউ: ২৮১










