
ফরিদপুর জেলার ঐতিহাসিক নগরকান্দা শাকপালদিয়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম অসুস্থ অবস্থায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন।
২৮-৮-২০২৩
ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শাকপালদিয়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম মাওলানা মোঃ লিয়াকত আলী সাহেব গুরুতরাও অসুস্থ অবস্থায় ফরিদপুর ডায়াবেটিস হসপিটালে বর্তমানে ভর্তি আছে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় আবার আপনাদের মাঝে এসে কোরআন ও হাদিসের মূল্যবান কথা আমি শোনাতে পারি সাধারণ জনগণ জানান আমরা মাওলানা লিয়াকত আলী সাহেবকে অনেক ভালোবাসি আপনারা সকলেই দুই রাকাত করে নফল নামাজ পড়ে হুজুরের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন হুজুরকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে নিয়ে আসেন এবং তার মুখ থেকে আমরা আল্লাহর রাসূলের ও কোরআন ও হাদিসের মূল্যবান কথা শ্রবণ করতে এবং আমল করতে পারি তিনি আজ ৩-৪ দিন যাবত অসুস্থতা কারণে হসপিটালে ভর্তি আছে এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।










