
এম পি হাওয়ার আশায় উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করলেন আলহাজ্ব কামারুল আরেফিন
মঙ্গলবার (২৮ নভেম্বর) পদত্যা করেন মিরপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন। মঙ্গলবার সকালে মিরপুর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় দীর্ঘ ১০ বছরের মিরপুর উপজেলা পরিষদের কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন। একপর্যায়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি। মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানান তিনি।
এর আগে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু কুষ্টিয়ার-২ (মিরপুর- ভেড়ামারা) আসনে কোন প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ আওয়ামী লীগ। কামরুল আরেফিন ২০১৪ সাল থেকে দুই মেয়াদে ২০২৩ পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ বছর মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে তিনি সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সদরপুর ইউনিয়নের জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছেন।










