
মৃত্যুর ৪ বছর কোন বিচার পাইনি মৃত জাকিয়া খাতুনের ভাই।
সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা গত ১০/০৩/২০২০ তারিখে মৃত কুতুব উদ্দিন এর দাখিল করা উল্লাপাড়া মডেল ৯ জন এর নামে একটি মামলা হয়। ১। মোঃ আলতাব খন্দকার, পিতা মৃত চাঁদ খন্দকার, ২। মোঃ আঃ মান্নান ফকির, পিতা মৃত মুরচি ফকির, ৩। মোছাঃ রোকেয়া খাতুন, স্বামী মৃত চাঁদ খন্দকার, ৪। মোঃ আজিত প্রাং, ৫। মোঃ মাজেদ প্রাং, উভয় পিতা মৃত আবেদ আলী, ৬। মোঃ জাহিদুল, পিতা মোঃ মাজেদ, ৭। মোঃ সুলতান প্রাং,পিতা মোঃ মজিদ প্রাং, ৮। মোঃ খোকন সরকার, পিতা কোবাদ সরকার, সর্ব সাং- এলংজানী থানা উল্লাপাড়া, ৯। মোঃ শাহাদত আকন্দ শাহাদ, সাং- চিথুলিয়া, থানা শাহজাদপুর, সর্ব জেলা সিরাজগঞ্জ। এই বিষয়ে কুতুব উদ্দিন এর ছেলে মোঃ ইসমাইল হোসেন এর সাথে কথা বলে জানা যায় । আমার ছোট বোন জাকিয়া খাতুন (২৫) কে গত ২০১৫ সালে আমার ছোট বোন কে বিবাহ করেন ১নং বিবাদীর মোঃ আলতাব খন্দকার, আমার ছোট বোনে গর্ভধারন ৬ বছর ১০ মাস পূর্বে একজন পুত্র সন্তান জন্ম গ্রহণ করিয়া বর্তমান জীবিত আছে। অদ্য ইং ১১/০১/২০২০ তারিখ রাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় ১ নং বিবাদী মোবাইল ফোনে আমাদেরকে জানায় যে, আমার ছোট বোন জাকিয়া খাতুন ১১/০১/২০২০ তারিখ রাত অনুমানি ০০ ৩০ ঘটিকার সময় ফাসী নিয়া মারা গিয়াছে। উক্ত সংবাদ পাইয়া আমি আমার সঙ্গীয় লোকজন সহ ১১/০১/২০২০ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় ১ নং বিবাদীর বাড়ীতে পৌছিয়া দেখি তাহার উত্তর দুয়ারী টিনের ঘরের মধ্যে কাঠের চৌকির উপর আমার ছোট বোন জাকিয়া খাতুনের মৃত দেহ শোয়ানো অবস্থায় আছে। তাহার পিঠে কালশিরা জখম এবং গলায় কালো দাগ বসানো চিহ্ন দেখিতে পাই। মৃত কুতুব উদ্দিন এর দাখিল করা উল্লাপাড়া মডেল ৯ জন এর নামে একটি মামলায় সাক্ষী ১০ জন পুলিশ কোন সাক্ষীর কাছ থেকে তথ্য নেয়নি বলে জানান জাকিয়া খাতুনের ভাই। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই কেস নিষ্পত্তি করা হোক।










