
পিরোজপুর কাউখালী নদীতে সংঘর্ষে ডাল সহ কার্গো জাহাজ ডোবার উপক্রম এবং সড়ক দুর্ঘটনায় আ*হত-৪ মৃ*ত -১
নুরুজ্জামান খোকন
পিরোজপুর কাউখালীতে বৃহস্পতিবার একটি তেলের ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ শেষে সন্ধ্যা নদীতে ১৪০০ মেট্রিক টন মুশুরি ডাল সহ ডুবে যাওয়ার উপক্রম, প্রশাসনের সহযোগিতায় উদ্ধার এছাড়াও বৃহস্পতিবার বিকেল নাগাদ পিরোজপুর ফায়ার সার্ভিস রোডে মোটরবাইক ও অটো রিক্সা সংঘর্ষে কাউখালীর ৫ জনসহ মোট ৮ জন গুরুতর আহত, পরবর্তীতে নিহত-১।
২৩/১১/২০২৩ তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩০ সময় ঝালকাঠি গাবখান নদীতে – চট্টগ্রাম থেকে একটি জাহাজ এমভি স্কাই ১৪০০ মেট্রিক টন মুসুরি ডাল, (টিসিবির সরকারি পণ্য) নিয়ে যশোর নোয়াপাড়া আসার পথে একটি তৈলের ট্যাঙ্কার রুপসা-১ এর সাথে সংঘর্ষ হলে ডাল বোঝাইকৃত জাহাজের সম্মুখভাগের নিজ থেকে ফাটল ধরে, এছাড়াও জাহাজের এক পার্শ্ব ঘর্ষণে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা শেষে রুপসা-১ দ্রুত পালিয়ে যায়। অতঃপর ডাল বোঝাই জাহাজ এমবি স্কাই রাত ২ টার সময় কাউখালী শহর সংলগ্ন কঁচা নদীতে একটি চড়ে উঠিয়ে দেয়, পরবর্তীতে দেখতে পান সম্মুখভাগ ফেটে পানি উঠে এবং জাহাজ ডুবে যাওয়ার উপক্রম, দ্রুত কাউখালী ও পিরোজপুর সদর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল চলে আসেন। ঘটনা শুনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভূমি কমিশনার, পুলিশ ইনচার্জ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত হন। প্রশাসনের সহযোগিতায় দুটি মালবাহী লরির মাধ্যমে জাহাজটিকে বেঁধে রাখা হয়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসক, সহকারী জেলা প্রশাসক, সহকারী পুলিশ সুপার ও উপজেলা চেয়ারম্যান সহ সকল প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ জাহাজের ডাল উদ্ধারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন অতঃপর দুপুর নাগাদ একটি ভেকু ও শ্রমিকের সহযোগিতায় স্থানান্তর করা হয়। জাহাজের সম্মুখভাগ ফাটলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লোডকৃত সরকারি টিসিবি ডালের কোন ক্ষতি হয়নি। জাহাজের কর্তৃপক্ষ এ বিষয়ে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
এছাড়াও পিরোজপুর সদর ফায়ার সার্ভিস সংলগ্ন রোডে, বৃহস্পতিবার বিকেলে একটি অটো রিক্সার সাথে দুটি মোটরসাইকেল সংঘর্ষে কাউখালী উপজেলার ৫ জন সহ মোট ৮ জন গুরুতর আহত হন, দ্রুত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সময় ১জন ইয়াসিন হোসেন-২২ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন। সড়ক দুর্ঘটনায় কাউখালী উপজেলার আহত যুবকরা হলেন-
বদরপুর গ্রামের তোহা-১৮, মুক্তার কাঠি গ্রামের জিহাদ হোসেন-২০, সজীব হোসেন-২০, জগোহাটের মোঃ শাওন-২৫, গুরুতর আহতদের পিরোজপুর থেকে সুচিকিৎসার জন্য বরিশাল সরকারি মেডিকেলে স্থানান্তরের করা হয়েছে জানা যায়।










