সিরাজগঞ্জে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
Spread the love

সিরাজগঞ্জে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

 

তাই ঠান্ডা নিবারণে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মানুষেরা। সিরাজগঞ্জের প্রতিটি উপজেলায় লেপ তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোশক তৈরির কারিগররা। দোকানগুলোতে দেখা যায়, মালিক-শ্রমিক লেপ-তোশক সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। আর শীতের শুরুতেই ক্রেতারা দোকানে পছন্দমতো লেপ-তোশক তৈরির অর্ডার দিয়ে রেখেছেন।

অন্যদিকে, জেলার প্রত্যন্ত অঞ্চলে রিকশা-ভ্যানে লেপ-তোষক বিক্রেতাদের কানফাটা চিৎকার, ‘মা-বোনেরা ন্যাপ-তোষক নিবেন নাহি।’

প্রতিটি ৪-৫ হাত লেপ ১৩০০ থেকে ১৪০০ টাকা, তোষক ১২০০ থেকে ১৫০০ এবং জাজিম ৩ হাজার থেকে ৪ হাজার পর্যন্ত খুচরা বিক্রি করা হয় বলে জানান দোকানিরা।তারা আরো বলেন, বর্তমানে প্রতি কেজি কালো ব্লেজার তুলার দাম ৩৫-৪০ টাকা, কালারিং তুলা ৪০-৫০ টাকা, শিমুল তুলা ৩০০-৪০০ টাকা, সাদা তুলা ১০০ থেকে ১২০ টাকা ও কাপাশ তুলা ২০০-২৫০ টাকা করে বিক্রি হয়। লেপ-তোষকের দোকানে আসা কান্দাপাড়া গ্রামের আছমা বেগম বলেন, ঠান্ডা আসছে, তাই পুরাতন লেপের কাপড় বদলিয়ে নিচ্ছি।

শহরের কালিবাড়ি ও কামারখন্দ জামতৈল বাজারের হানিফ বস্ত্রালয়ের লেপ-তোশক তৈরির কারিগর আব্দুল খারেক, রফিকুল ইসলাম, মালেক, রতন, রশন, মান্নান জানান, শীত শুরু হতে না হতেই কর্মব্যস্ততা বেড়ে গেছে। তারা ৪-৫ হাতের একটি লেপ তৈরির শ্রমিকেরা মুজুরি পান ২৫০ টাকা, ৫-৬ হাত লেপের মুজুরি ৩৫০ টাকা, তোশকের মজুরি দেয় ২৫০-৩০০ টাকা। সারাদিনে ৬-৭টি লেপ তৈরি করতে পারি। লেপ তোষক তৈরি করে যে মজুরি পান তা দিয়ে তাদের ছেলেমেয়ে পড়াশোনাসহ সংসারের অন্যান্য খরচ চালান। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তামাদের দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান কারিগরেরা।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হতদরিদ্র মানুষের গায়েই সবার আগে কামড় বসায় শীত। তাই আগেভাগে তারা শীতবস্ত্র কিনতে চলে আসেন। শহরের মৌসুমি মার্কেট, খলিফাপট্টি, কামারখন্দের জামতৈল বাজার, কাজিপুরে সোনামুখি বাজার, উল্লাপাড়া, বেলকুচি শাহজাদপুর, রায়গঞ্জ ও তাড়াশে বিভিন্ন বাজারে লেপ-তোষক সেলাইয়ের কাজ চলছে দিনভর। বেলকুচির মোকন্দগাতি বাজারে দোকান আমজাদ, হাসমত শহরের ১ নম্বর খলিফাপট্টির দোকান মালিক হবিবর বলেন, অতীতে লেপ-তোষকের ব্যাপক চাহিদা থাকলেও একটি লেপ বিক্রি হয় দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা।

তাড়াশ, রায়গঞ্জসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্যানে করে নিয়ে বিভিন্ন সাইজের লেপ-তোষক বিক্রি শুরু হয়েছে। বিক্রি ভালো হয় বলে জানান বিক্রেতা এন্তাজ আলী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31