শাহজাদপুর নুরাল নগর স্থানে করোতোয়া নদীতে অস্ত্র ঠেকিয়ে দেড় লক্ষ টাকার মাছ ছিনতাই।
Spread the love

শাহজাদপুর নুরাল নগর স্থানে করোতোয়া নদীতে অস্ত্র ঠেকিয়ে দেড় লক্ষ টাকার মাছ ছিনতাই।

 

 

সিরাজগঞ্জ শাহজাদপুরে নুরাল নগর স্থানে করোতোয়া নদীতে এক মাস পূর্বে গাছের ডাল পালা, কাঠা ও মাছের খাবার ফেলিয়ে রাখে এতে করে মাছ অভয় আশ্রম মনে করে ওইখানে জড় হতে থাকে তখন জেলে মোঃ নায়েব ও মোঃ রমজান আলী মাছ ধরার জন্য ওই স্থানে জাল ও বাঁশ দিয়ে চার কোনা ঘিরে ফেলে এমন অবস্থায় ১৮/১১/২০২৩ রোজ শনিবার সকাল সাতটা থেকে মাছ ধরতে থাকেন এবং দুপুর দুইটার দিকে ২১ হাজার টাকার মাছ বিক্রি করেন। আর সব মাছ জালের আফার মধ্যে রেখে দেন পরের দিন সকালে বিক্রি করবে বলে আমাদের কে জানান,তারা আর বলেন সন্ধ্যা হলে কিছু সংখ্যক জেলে বাড়িতে ভাত খেতে যান তখন ওই কুঁড়েঘরে অবস্থান করতে ছিলেন মোহাম্মদ নায়েব আলী ও তার ভাতিজা ইকরাম হোসেন। কিন্তু রাত সাতটার দিকে রতনকান্দি গ্রামের বিকাশ বাহিনী সন্ত্রাসীরা এসে জেলেদের থাকার কুঁড়ে ঘরে তাদের দুজন কে ঘিরে ফেলে এবং বিকাশ বাহিনী বলতে থাকে সব মাছ আমাদেরকে দিয়ে দে নইলে তোদেরকে মেরে ফেলা হবে। মোঃ নায়েব আলী কে শুয়ে থেকে অবস্থায় বুকের উপর বসে গলার মাঝখানে ছুরি দিয়ে জবাই করবে বলে হুমকি দেয় এই অবস্থা দেখে তার ভাতিজা হাউ মাউ করে চিৎকার করে তখন আশেপাশে আরো জেলে নদীতে মাছ ধরতে থাকে তখন চিৎকার চাচা মেসি দেখে তারা দ্রুত ছুটে আসে এসে দেখে বিকাশ তার বাহিনী মাছ ছিনতাই করে নিয়ে যাচ্ছে এই অবস্থায় মোঃআলামিন নামের ছেলেটা বিকাশ কে আটকানোর চেষ্টা করে বিকাশ তখন তার হাতে থাকা ছুরি দিয়ে আলামিনকে আঘাত ও জখম করে, দৌড় দিয়ে নৌকায় উঠে এবং তখন নৌকা থাকা শ্যালো ইঞ্জিন স্টার্ট দিয়ে দেড় লক্ষ টাকার পরিমাণ মাছ নিয়ে পালিয়ে যায়। আলামিনকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পোতাজিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। ১-মোঃবিকাশ প্রাং(৩২) পিতা জানু প্রাং,,২-মোঃআকতার(৩৮) পিতা- মৃত মজনু ৩- মোঃ জানে আলম(৩৮) পিতা- সোবাহান ৪- মোঃ জানু(৫২) পিতা মৃত বাশি সর্ব সাং রতনকান্দি গ্রাম ৫- মোঃ নিরব (৩২) পিতা রওসন ৬- মোঃ রওসন পিতা অজ্ঞাত উভয় সং গঙ্গা প্রসাদ।১৯/১১/২০২৩ রোজ রোববার শাহজাদপুর থানায় মোঃ রমজান আলী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31