
ঢাকা ২০ ধামরাই আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন বর্তমান ও সাবেক এমপি
ঢাকা ২০ ধামরাই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বর্তমান এমপি বেনজীর আহমদ, তার বিপরীতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব এম. এ.মালেক।
মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন রবিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এই জনপ্রিয় দুই প্রার্থী।

ঢাকা২০ ধামরাইয়ে দোয়া চেয়ে তারা বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। দল মনোনয়ন দিলে অবশ্যই এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।
ভিউ: ৩১০










