
ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিনব প্রতারনা
রাজধানীর সুবামধন্য কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ বারবার ই শিরোনামের শীর্ষে থাকে এর শিক্ষার্থীদের বিতর্কিত কর্মকান্ডের কারনে;কখনো বা আবার পার্শ্ববর্তী ঢাকা সিটি কলেজ কিংবা ঢাকা কলেজের সাথে সংঘর্ষে জরিয়ে।তবে শিক্ষার্থী হওয়ায় বিভিন্ন সময় ছাড় পাওয়ায় তাদের মধ্যে থাকা নিয়ম-নীতির ভীতি যে চলে গিয়েছে তা বলাই বাহুল্য।
সম্প্রতি তাদের দুই শিক্ষার্থীর এক অভিনব প্রতারনা আমাদের প্রতিবেদকের হাতে এসেছে।রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আহনাফ আকিফ আদিল এবং শাহনাজ আক্তার মঞ্জু এর ছেলে একই বর্ষের শিক্ষার্থী মাজেদুল ইসলাম রুপো;
মাত্র অল্প বয়সেই প্রতারণা ব্যাপক হাতেখড়ি তাদের।
সম্প্রতি ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে উত্যক্ত করা এবং হুমকি প্রদানের বিষয়ে ব্যাপক তথ্যপ্রমান আমাদের হাতে এসে পৌঁছেছে।গত ১২ নভেম্বর আহনাফ আকিফ আদিল তার ব্যক্তিগত একটি নাম্বার থেকে নিজেকে এডভোকেট শিরিন আক্তার পরিচয় দিয়ে বিভিন্নজনকে হুমকি ধমকি দিয়ে ডেমরা থানার শানাড়পার এলাকায় দেখা করতে বলে। পরে সে ভয়েস মেসেজ পাঠালে ছেলে ভয়েস শুনায় তার কারন জিজ্ঞাসা করা হলে নিজেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতি পরিচয় দেয়।পরবর্তীতে নাম্বার ক্রস চেক করে দেখা যায় নাম্বারটি আহনাফ আকিফ আদিলের ই।অথচ সে নিজেকে এডভোকেট দাবি করেছিলো। আবার ১৯ নভেম্বর আদিল এবং তার বন্ধু রুপো শাহনাজ আক্তার মঞ্জুর নামে রেজিষ্ট্রেশনকৃত নম্বর থেকে বিভিন্ন ধরলের গালি গালাজ এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ধানমন্ডির কনকর্ডের সামনে আসতে বলে। পরে আমাদের প্রতিবেদক দল কনকর্ডের সামনে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি।প্রতারক আদিল বিভিন্ন সময় মেয়েদেরকে ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে উত্যক্ত এবং অশ্লীল
কথাবার্তা বলে।তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক হাতেও বিভিন্ন ছবি রয়েছে। এই সকল বিষয়ের যথাপুযোক্ত প্রমানাদি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।










