
পিরোজপুর কাউখালীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
(নুরুজ্জামান খোকন)
কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫-১১-২৩ তারিখ বুধবার সকাল ১০ঃ০০ টার সময় কাউখালী উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে, মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বজল মোল্লা । অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে – উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক অবকাঠামো সহ বিভিন্ন ভাতা ও কৃষি,মৎস্য,পশু পালনে আর্থিক সহযোগিতা এবং সরঞ্জামাদি প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন * উপজেলা চেয়ারম্যান * ভাইস চেয়ারম্যান * উপজেলা সকল কর্মকর্তা বৃন্দ * বীর মুক্তিযোদ্ধা * ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং আশ্রয়ন প্রকল্প সহ সকল উপকার ভোগী সদস্যবৃন্দ। বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও সহ-সভাপতি, দেলোয়ার হোসেন তালুকদার বলেন- উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে অনুরোধ জানান। প্রধান অতিথি বলেন- বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে উন্নয়নমূলক নিদর্শন তুলে ধরেন আগামীতেও সরকারের উন্নয়নে সকল স্তর থেকে জনসাধারণকে সহযোগিতা এবং জেলা প্রশাসকের দায়িত্বে সকলের পাশে থাকবেন বলে জানান। সর্বশেষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কাউখালী উপজেলা শাখার উদ্যোগে ৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, নিত্য প্রয়োজনীয় খাদ্য বস্ত্র সহ স্বাবলম্বী হতে বাণিজ্যিক মালামাল আনুষ্ঠানিকভাবে প্রদান এবং কুশল বিনিময় করেন – জেলা প্রশাসক ও সংস্থার সদস্য, মোঃ নুরুজ্জামান খোকন, মাহফুজা মিলি, সাকিব হোসেন, মোঃ সাঈদ হোসেন ও সবুর খান।

ভিউ: ৪৯৮










