
কালিয়াকৈর উপজেলার, শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্লাবন ও সাধারণ সম্পাদক”মনময়”বিজয়ী।
কালিয়াকৈর উপজেলার প্রোপার ইউনিয়ন খ্যাত,শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রলীগের এক বৎসর মেয়াদি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
১৫ নভেম্বর ২০২৩ ইং, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক কবির ও সাধারণ সম্পাদক আশিক দেওয়ান কর্তৃক সীলমোহর স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে ০৮ সদস্যবিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে সভাপতি প্লাবন প্রসাদ পাল, সাধারণ সম্পাদক কাজী হাবিবুল বাশার মনময় এর নাম প্রকাশ করা হয়।এছাড়াও সহ সভাপতি অর্জুন পাল ও অনিক পাল।যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন ও শাহ আলম ইসলাম স্বাধীন। সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ হৃদয় ও মোঃ আবির আহাম্মেদ।
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশ দেওয়া হয়, অঘোষিত অন্যান্য পদে নেতা নিয়োগ দিয়ে ১০ কার্য্যদিবসে পুর্নাংগ করে, উপজেলা কমিটির নিকট তালিকা প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, পুর্ববর্তি কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, শ্রীফলতলী জমিদার বাড়ির মাঠে গত ১৬ অক্টোবর, উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ, শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মী সভা পরিচালনা করেন।
ছাত্রলীগের নেতা কর্মীদের ব্যানার,ফেস্টুন ও মিছিলে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল। বিপুল উৎসাহ উদ্দীপনায় শিক্ষা, শান্তি, প্রগতি= ছাত্রলীগের মূলনীতি ও জয়বাংলা স্লোগানে হাজার হাজার ছাত্রলীগ নেতা কর্মীদের উপস্থিতি মিলনমেলায় পরিনত হয়।
নতুন কমিটিতে নেতৃত্ব দানের জন্য, প্রার্থীগন উপস্থিত সভাসদদের সামনে এসে, মিছিল সু_ডাউন ও ছাত্রলীগে নিজের অবদানের কথা ব্যাক্ত করেন।
সভাসদবৃন্দ পুংখানুপুংখ বিশ্লেষণ করে, সংগঠনকে বেগবান করার লক্ষ্যে ১৫ নভেম্বর ০৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেয়।
উল্লেখ্য যে, ঘোষিত কমিটিতে,প্রতি পদে একাধিক প্রার্থী থাকায়, অদ্য কমিটি ঘোষণা দিতে বিলম্বিত হয়েছে। সাধারণ সম্পাদক বিজয়ী কাজী হাবিবুল বাশার মনময় , মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড,আ ক ম মোজাম্মেল হক,অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আজিবুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক কবির, সাধারণ সম্পাদক মোঃ আশিক দেওয়ান ও আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।










