
বরিশালে মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্র দেখতে উপচে পড়া দর্শনার্থীর ভীড়
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নির্ভর বায়োপিক “মুজিব একটি জাতির রূপকার” প্রদর্শিত হয়েছে।
৫ই নভেম্বর রোজ রবিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ ঘটিকা থেকে শুরু করে রাত ১০ ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত তিনটি শো প্রদর্শিত হয়। বায়োপিক প্রদর্শনীর প্রথম শো উদ্ভোধন করেন বরিশাল সদর-৫ আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র জননেতা আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত)। এছাড়া এসময়ে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক জনাব শহিদুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর বিভাগীয় প্রধান ও অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আশরাফুল কবির, জেলা প্রধান ও উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ্ আল মারুফ, জেলা পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, নারী নেত্রী লুনা আবদুল্লাহ্ সহ বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ।
বিনামূল্যে এই চলচ্চিত্র প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
প্রতিটা শোতে দর্শকদের উপস্থিত ছিলো কানায় কানায় পরিপূর্ণ। ছবি দেখতে আসা ব্যক্তিরা জানান আমরা উচ্ছ্বাসিত চলচ্চিত্রটি দেখে ।










