
নোয়াখালী তে স্কুল ছাত্র গলায় ফাঁশ দিয়ে আত্মাহত্যা
প্রতিনিধি মো: আলাউদ্দিন
নোয়াখালী সদর উপজেলা ০৯ নং কালাদরাপ ইউনিয়ন পরিষদের রামহরী তালুত সৌদি প্রবাসী মো: মান্নান এর ছেলে। আজ সন্ধায় গলায় ফাঁশ দিয়ে মা-রা যায়।তাঁর মা বলেন আজকে স্কুল থেকে বিরতি দেওয়া পরে। সেই স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে আসে।এবং ঠিক মতো লেখা পড়া না করায়।আজকে তাঁর মা বকাবকি করে পরে সেই ওয়াশ রুমে গিয়ে স্যানেটারি পাইভের সাথে ফাঁশ দিয়ে মা-রা যায়।পরবর্তী জীবিত আছে সন্দেহ করে ফাঁশ রশি থেকে নামিয়ে নেয়। এবং পরবর্তী মৃতবলে জানা যায়।
ভিউ: ২৭৯










