
বটিয়াঘাটা ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালন
‘সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলা দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই পতিপাদ্যকে সামনে নিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস- ২০২৩ পালন উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজন।
গতকাল রবিবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ অডি টরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে বটিয়াঘাটা মসবায় সমিতি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। সভায় বিশেষ ভাবে আলোচনা হয় সমবায় সমিতির বিভিন্ন উন্নয়ন মুখি কর্মসংস্থানের বিষয়,যেকোন উন্নয়ন মুখি কাজে সমবায় আপনাদের পাশে আছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে ছিলেন – দাকোপ-বটিয়াঘাটা খুলনা ১ আসনের জাতীয় সংসদের হুইপ ও এ ম পি পঞ্চানন বিশ্বাস।বিশেষ অতিথী ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জান্নাতুন নেসা উপজেলা সমবায় অফিসার। আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারান চন্দ্র রায় ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন। লোকজের পরিচালক দেবপ্রসাদ মন্ডল। সাংবাদিক ইমরান হোসেন,সাংবাদিক তরিকুল, সাংবাকিক অরুপ জোয়ার্দার,মিঠুন রায় প্রমুখ সহ সময় উপকার ভুক্তিগণ ।










