
আলমডাঙ্গায় প্রতিরোধ, মিছিল-স্লোগান ব্যাতীত পালিত হলো বিএনপি জামায়াতের ৭২ ঘন্টা অবরোধ।
বিএনপি জামাতের ৭২ ঘন্টা অবরোধের আজ ছিল শেষ দিন। এই ৩ দিনে আলমডাঙ্গাতে কোথাও কোনো সংঘর্ষ বা মিছিল-স্লোগানের তথ্য পাওয়া যায়নি। অন্যান্য দিনের মত স্বাভাবিক ছিলো বিগত ৩ দিনের সকল যানবাহন চলাচল।পাশাপাশি চলাফেরা করছে সাধারন মানুষও। অবরোধের কারনে কোন রকম আতঙ্ক ছিলোনা মানুষের মাাঝে। আলমডাঙ্গায় গুরুপ্তপূর্ন জায়গাগুলোতে স্বাভাবিক অবস্থা দেখা গেছে বিগত দিনের মতো। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকার পাশাপাশি আলমডাঙ্গা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনগুলো সড়কের বিভিন্ন গুরুপ্তপূর্ন স্থানে অবস্থান করেছে যাতে করে বিএনপি জামায়াত কোন রকম দেশবিরোধী কার্যক্রম না চালাতে পারে।
এদিকে নাশকতামূলক কর্মকান্ডের জন্য জামায়াত বিএনপির দেওয়া অবরোধে গত ৭২ ঘন্টায় আলমডাঙ্গা থানা পুলিশ মোট ২৩ জন নেতা কর্মীকে আটক করেছে।
অন্যদিকে আওয়ামীলীগের একাধিক ব্যক্তির সাথে অবরোধ নিয়ে কথা বলা হলে তারা বলেন, জনগন অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন মিথ্যাচার করছে বিধায় জনগন এখন আর তাদের সাথে নাই।
পাশাপাশি বিএনপির একাধিক ব্যক্তির সাথে কথা বলা হলে তারা বলেন, গত তিন দিনে আমাদের আলমডাঙ্গা থেকে ২৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। তাদের কর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বিধায় তেমন কোনো জোরালো ভূমিকা পালন করতে পারছে না।










