
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মহৎ উদ্যোগ
নুরুজ্জামান খোকন
পিরোজপুর কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনাব স্বজল মোল্লা, স্থানীয় গৃহপালিত গরু, ছাগলের মালিকগণ কে নিয়ে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, বর্তমানে পিরোজপুর জেলায় একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা চত্বর সহ কাউখালী শহরের বিভিন্ন জায়গায় গরু-ছাগলের বিচরণে এবং মল মূত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ জনসাধারণ এবং পরিবেশ সহ সৌন্দর্য বর্ধক ও বিভিন্ন কৃষি উৎপাদিত গাছপালা শাক-সবজির বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিপূর্বে স্থানীয় প্রতিনিধি,পুলিশ প্রশাসন, এবং উপজেলা প্রশাসন বিভিন্ন সতর্কবার্তা ও জরিমানার উদ্যোগ নিলেও বর্তমানে পশুর মালিকগণ কে জরিমানার পরিবর্তে দিচ্ছেন সম্মান সুচক শাস্তি। উপজেলা সৌন্দর্য বর্ধক সবুজ বেষ্টনী চত্বরে কোন প্রকার গরু ছাগল অবমুক্ত পাওয়া গেলে মালিকগণকে একটি করে ফুল গাছ অথবা ফলজ গাছ রোপণ করিতে হইবে। এরকম উদ্যোগ গ্রহণকে স্বাগত জানিয়েছেন কাউখালী উপজেলার বিভিন্ন স্থরের জনসাধারণ। তাঁরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার উপজেলা সবুজ বেষ্টনী তে একটি ফুল গাছ লাগাচ্ছেন একজন গৃহপালিত পশুর মালিক (হলুদ সবুজ জার্সি পরিহিত)
উক্ত ব্যক্তিকে নির্বাহী কর্মকর্তা উদ্যোগের প্রারম্ভে “ভাগ্যবান” ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন।










