
আলমডাঙ্গায় বিএনপি জামায়াতের ১০জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আলমডাঙ্গা থানাধীন ০৩নং কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামস্থ ৯০ নং শ্যামপুর গোপীবল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ এর বহু সংখ্যক উশৃংখল নেতাকর্মী মারাত্নক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বিএনপি এবং জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় ঘোষিত ৩১/১০/২৩ খ্রিঃ হইতে ০২/১১/২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ উপলক্ষ্যে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারী স্থাপনা ধ্বংস, শান্তি প্রিয় জনসাধারণের জান মালের ক্ষতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমা সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া উক্ত স্থানে গোপন বৈঠক করিতেছে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে ইং ০১/১১/২৩ তারিখ ২০.১০ ঘটিকার সময় উল্লেখিত স্কুলের মাঠে উপস্থিত হইলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পাইয়া আকস্মিকভাবে ককটেল বোমার বিস্ফোরন ঘটাইয়া দিক বেদিকে দৌড়ে পালানোর চেষ্টা কালে আসামী ১। মোঃ জামির আলী (৫৫), পিতা- মোঃ আনোয়ার মন্ডল @ আনিচ মন্ডল, সাং- চরশ্রীরামপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ মিনারুল ইসলাম (৪২), পিতা- মোঃ দাউদ আলী, সাং- আসাননগর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৩। মোঃ শাহজান আলী (৪৩), পিতা- মৃত আনসার আলী, সাং- ওসমানপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৪। মোঃ মাগরিবুর রহমান (৪৮), পিতা- মৃত মসলেম মিয়া, সাং- থানাপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৫। মোঃ মেহেদী হাসান @ আলহাজ্ব (৪৮), পিতা- মৃত শেখ আঃ আজিজ, সাং- ডাউকি, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৬। মোঃ হাবিবুর রহমান (৬৫), পিতা- মৃত আঃ রাজ্জাক সুফি, সাং- শেখপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৭। মোঃ জুবায়ের @ জোবাইরুল হক (৫৮), পিতা- মৃত হাফেজ আব্দুস সাত্তার, সাং- বামানগর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৮। মোঃ আনারুল ইসলাম (৩৭), পিতা- মোঃ মাহাতাব আলী, সাং- কুমারী, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ৯। মোঃ মুরাদ আলী (৩৬), পিতা- মৃত হারুন ফারাজি, সাং- কুমারী, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ১০। মোঃ নুর ইসলাম (৫৮), পিতা- মৃত দিদার আলী, সাং- দুর্লভপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হইতে ক) কালো স্কচটেপ দ্বারা মোড়ানো টিনের তৈরী জর্দ্দার কৌটার হাত বোমা সাদৃশ্য বস্তু ০৯ টি, খ) লোহার জালের কাঠি ০৮ টি, যাহা বিস্ফোরিত পদার্থের গন্ধযুক্ত, গ) দুই টুকরা টিনের তৈরী জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ। যাহা বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, ঘ) ১৮ টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।










