
গোলাম রাব্বি সবুজ
তবে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত প্রায় শত শত যানবাহন সহ ছাত্র ছাত্রীরা সহ-সাধারণ মানুষ চলাচল করছে এই সেতু দিয়ে,ভোগান্তি যেন শেষ নেই সাধারণ মানুষের, যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা,পাশের এক রেলিং ভেঙেছে বছর খানেক আগেই বংশী নদীতে চলে আসা শত বছরের ঐতিয্য নৌকা বাইচ দেখতে এসে অতিরিক্ত দর্শনার্থীদের চাপে ভেঙে নিচে ঝুলে যায়, এতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হলেও টনক নড়েনি উপর মহলের, অথচ বালিয়া চৌহাট এই দুই ইউনিয়ন কে এক করেছে এই ইকবাল আমীর সেতুটি, স্থানীয় সাধারণ মানুষের দাবি দ্রুত সেতুটি ভেঙ্গে নতুন করে তৈরি করার জোড় জানিয়েছেন৷