ময়মনসিংহে কয়েকটি অভিযানে গ্রেফতার ১৮ জন
Spread the love

ময়মনসিংহে কয়েকটি অভিযানে গ্রেফতার ১৮ জন

 

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।

জনাব, এসআই(নিঃ)মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ও একটি টিম সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন কিশোরগঞ্জ টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর হইতে একটি পিআপ গাড়ীযোগে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়া যাওয়ার সময় আসামী ১। মোঃ আল আমিন ওরফে ভান্ডারী (৩৭)বছর,পিতা-মোঃ হযরত আলী, গ্রাম-চর নিলক্ষীয়া, কান্দাপাড়া,
২।মোঃ জুয়েল মিয়া (৩৫)বছর পিতা-মোঃ আব্দুল কাদির সরকার, গ্রাম-চর নিলক্ষীয়া বেপারীপাড়া,উভয় থানা-ময়মনসিংহ সদর,
৩। মোঃ কালাম (৩৫)বছর,পিতা-মৃত সুরুজ আলী, গ্রাম-বারুয়ামারী, থানা- গৌরিপুর, সর্ব জেলা- ময়মনসিংহদের ০৭ (সাত) কেজি গাঁজা সহ ধৃত করা হয়। আসামীগন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে বলে জানা যায়।

জনাব,এসআই(নিঃ) কামরুল হাসান, নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি কালে সন্দিগ্ধ আসামী ১।মোঃ শহিদ (৪০)বছর,পিতা-মৃত ছানু মিয়া , গ্রাম-ফরগাতী, থানা- নেত্রকোনা, জেলা -নেত্রকোনা-
২।মোঃ মামুন(২৬)বছর পিতা-সাহাবুদ্দিন, সাং-চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের পিছনে,
৩। মোঃ সুজন(৩২)বছর,পিতা-মৃত আবুল হোসেন সাং-চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের পিছনে
৪। মিঠুন(৩০)বছর,পিতা-মৃত মতি মিয়া , গ্রাম-চরপাড়া প্রাইমারী স্কুল,
৫। আলমাস (২৩)বছর,পিতা-মৃত জামাল হোসেন, সাং-কৃষ্টপুর (জামে মসজিদ সংলগ্ন), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ হতে আসামিদের গ্রেফতার করা হয়।

এবং,

জনাব, এসআই(নিঃ) রুবেল মিয়া, ১নং পুলিশ ফাঁড়ি কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারনা মামলার আসামীঃ-

১।শ্রী দিলীপ কুমার (৪৪)বছর,পিতা মৃত নারায়ন কুমার দে, সাং-কালিবাড়ী রোড (তাজ বেঙ্গল এর বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ হতে আসামিদ্ব কে গ্রেফতার করা হয়েছে।

আবার,

জনাব,এসআই(নিঃ) মোঃ আল মামুন এবং এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অভিযান পরিচালনা করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামীঃ-

১।মোঃ রিফাত (২৫)বছর, পিতা- মামুন, সাং- আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ,
২। উজ্জল (২৮)বছর পিতা- মনসুর আলী, সাং- খাগডহর ঘুন্টি, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ হতে আসামিদেরকে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আসাদুজ্জামান, মোঃ আল মামুন, শামছুজ্জামান, এএসআই (নিঃ) সোহেল রানা, রফিকুল ইসলাম কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ মমিন (২৭)বছর,পিতা-মৃতঃ কালাম, স্থায়ী: গ্রাম- উজান ঘাগড়া (উজান ঘাগড়া)
২। মোঃ সোহান ওরফে বুদ্দা সোহান (), পিতা-মোঃ ফারুক হোসেন, গ্রাম- আকুয়া ওয়ালেস বোডঘর,
৩। মোঃ মোশারফ হোসেন (২৮)বছর মোতালেব, গ্রাম- পুটিয়ালী পাল পাড়া
৪। মোঃ সাইদুল ইসলাম, পিতা-মৃত সুলতান ইসলাম, সাং- খাগডহর ঘুন্টি
৫। সাইদুল ইসলাম ওরফে হাতকাটা সাইদুল (২৭)বছর,পিতা- মৃতঃ সুলতান আলী, গ্রাম- খাগডহর ঘুন্টি
৬।মোঃ সুমন মিয়া (৩২)বছর,পিতা- মিন্টু মিয়া, গ্রাম- খাগডহর ঘুন্টি, সর্ব থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ হতে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যেক আসামীদেরকে নিজ নিজ,থানা থেকে আইনি প্রক্রিয়া মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31