
ট্টগ্রামের বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফুলকলিকে ৫০ হাজার টাকা ও মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।
https://www.youtube.com/watch?v=etwSlWR5r3U
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ফুলকলি ও মধুবন শোরুমে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মধু, জুসসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলকলিকে ৫০ হাজার টাকা এবং মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলকলিকে ৫০ হাজার ও মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
https://www.youtube.com/watch?v=Gy0Om4-zpW4