সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ।
Spread the love

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ।

 

মোঃ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

 কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়  ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে- সিরাজগঞ্জ সদর  উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরন এর  শুভ উদ্বোধন করা হয়।
এতে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ ‘শতাধিক কৃষককে ৫ কেজি করে মাসকালাই এর উফশী জাত বীজ, ১০ কেজি করে ডিএপি সার,  এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেওয়া হয় ।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে –
সোমবার (১১ সেপ্টেম্বর-২০২৩) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ সদর  উপজেলা পরিষদের মিলনায়তন হতে উক্ত  মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের  উদ্বোধক ও  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না – এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে অগ্রগতি স্বয়ং সম্পন্ন করছেন,  তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন, কৃষিতে প্রণোদনা দিচ্ছেন। সিরাজগঞ্জ সহ সারাদেশে সাদৃশ্যমান উন্নয়ন করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  সদর  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং  স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত  ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,  পৌরকাউন্সিলর রোমানা রেশমা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা,
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, শিয়াকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষিবিদ এস.এম.মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  কৃষিবিদ মোছাঃ মিশু আক্তার ।
এসময়ে সদর উপজেলার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত  কৃষি অফিসার কৃষিবিদ  সমিষ্ঠা সেনগুপ্তা , অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম, উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণকর্মী মোঃ সাইদুজ্জামান ছাবেরী, সহ সকল ইউনিয়নের কৃষক -কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31