
ভোলায় সিগারেট নিয়ে কথা কাটাকাটি ছুরিকাঘাতে খুন
শাহীন গাজী ভোলা প্রতিনিধি
ভোলায় সিগারেট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুর ছুরিকাঘাতে মো. রাসেল নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল সদর উপজেলা ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো. তোফাজ্জল ভান্ডারির ছেলে। আটক মো. রিয়াজ একই গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় জেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, রাসেল ও রিয়াজ স্থানীয় আকতার মাঝির নৌকার শ্রমিক ছিলেন। একটি সিগারেটের কম ও বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রিয়াজকে আটক করেছে। রাসেলের পরিবার মামলা করলে রিয়াজ কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।










