ঢাকার ধামরাইয়ে মরহুম ভেটকো মাতাব্বর স্মৃতি স্বরণে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকার ধামরাইয়ের চর চৌহাটে বিশিষ্ট দানবীর ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম সওদাগর বেপারী ভেটকো মাতাব্বরের স্বরণে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে, আজ বেলা ০৩ ঘটিকার সময় ধামরাইয়ের চর চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে, উক্ত খেলায় শওকত একাদশের বিপক্ষে মাঠে নেমে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত হয় আবির একাদশ, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা ২০ ধামরাই এর কৃতি সন্তান জনাব মোঃ আহ্সান খান আছু, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী চৌহাট ই.পি সদস্য আব্দুল আলীম, চৌহাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কহিনুর রহমান সহ খেলোয়াড়, ও দূর দূরান্ত থেকে আগত দর্শকরা উপস্থিত ছিলেন