
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন – ২০২৩ অনুষ্ঠিত
সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে- ২০২৩ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে । বণিক সমিতির-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, তিন বছরের আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত তথ্য প্রদান করেন বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন ।
গতকাল শুক্রবার (১লা সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার সময় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বণিক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথমে জাতীয় সংগীত এর সঙ্গে জাতীয় পতাকা ও বণিক সমিতির পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মোতালেব হোসেন, গীতাপাঠ করেন বিশ্বজিৎ কুমার সাধুখাঁ। এছাড়াও প্রয়াত সদস্যদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠানে বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা
মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশ পরিদর্শক ফরিদ হোসেন, এসআই মেজবাহ উদ্দিন, বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিক, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক বিশ্বাস ঘেটু, মোঃ সেকেন্দার আলী কচি, মোঃ রবিউল ইসলাম পকু, মোঃ শহিদুল কাউনাইন টিলু , বণিক সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলাম হীরা, আলহাজ একেএম এনামুল কবির ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক ডাবলু রহমান, এছাড়াও আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী কমিটির সদস্য আব্দুল ওহাব, জয়নাল আবেদীন ক্যাপ, শফিউল হাসান মিলন, রশিদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, রেজাউল হক তোতা, সিরাজুল ইসলাম, মনির উদ্দিন, জিল্লুর রহমান বিশ্বাস, মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, হাবিবুল করিম চঞ্চল ও এ কে এম ফারুক হোসেন। এ সময় বণিক সমিতির সম্মেলনে সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও বণিক সমিতির সদস্য মোঃ কামরুল ইসলাম রনি, বীর মুক্তিযোদ্ধা আজিবুর রহমান, মোঃ মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক রাজু, আক্তার হোসেন জোয়ার্দার প্রমূখ।










