প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ
কবিতাঃ অবহেলা

কবিতাঃ"অবহেলা"
আজিজুর রহমান
কোন অবহেলা
নেই দুচোখে মায়া
অদ্ভুদ আচরণে
যেনো নিয়তির খেলা।
ভেজা মাটির গন্ধে
উইপোকার ছন্দে
ডানা দুটি ঝরে পড়ে
বাঁচা মরার লড়াইয়ে।
স্মরণ করেনা অতীত
ইচ্ছে করে ভুলে থাকে
আগুনে পোড়া ক্ষতে
লবণের ছিটা মারে।
সমরের মাঠেতে
চলে বাহু দুটি তাঁর
দিনকে রাত বানায়
লোকে দেয় ধিক্কার।
**সমাপ্ত**
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com