
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ট্রেনে কেটে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর এক টার দিকে।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার দোয়ার পাড়া গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মোঃ সোহাগ আলীর একমাত্র ছেলে আয়মান (২)তার মায়ের সাথে আলমডাঙ্গার রাধিকাগঞ্জ পশুহাট সংলগ্ন আত্মীয়র বাড়িতে কয়েকদিন আগেই বেড়াতে আসে। ঘটনার সময় শিশু বাচ্চা আয়মান রেললাইনের উপর খেলা করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাশে সিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। শিশু আয়মানের এই মর্মান্তিক মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওই সময় নিহত আয়মানের অবস্থা দেখে তার মা এনি খাতুন অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি জানতে পেরে জিআরপি পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে শিশু বাচ্চার লাশ দাফনের অনুমতি চাইলে তারা অনুমতি দিয়ে চলে যান। রোববার বাদ মাগরিব নিহতের নিজ গ্রাম দোয়ার পাড়া গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন হয়।